
প্রকাশিত: Thu, Jan 4, 2024 8:19 PM আপডেট: Tue, Jul 1, 2025 5:56 PM
[১]বিএনপি-জামায়াত নির্বাচনী ট্রেন
মিস করেছে : বন ও পরিবেশমন্ত্রীস্বপন দেব: [২] মৌলভীবাজার-১ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের প্রার্থী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপি-জামায়াত নির্বচনী ট্রেন মিস করেছে। তারা ভোট পাবার কোনো সুযোগ নাই। ২০০৮ সালে তারা ২৭টি আসন পায়। ২০১৪ সালে নির্বাচনে যায়নি। ২০১৮ সালে ৭টি আসন পেয়েছিল।
[৩] তিনি আরো বলেন- এবার কোনো আসন পাবেনা বলে তারা নির্বাচনে যায়নি। তাদের ভোট চাওয়ার অধিকার নাই বলে নির্বাচন বর্জনের নামে জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচনে বাঁধা দিলে এদেশের মানুষ তাদের প্রতিহত করে ভোট কেন্দ্রে যাবে এবং নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করবে। জুড়ী শিশু পার্কে মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
[৪] বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রিংকু রঞ্জন দাসের পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য ডা. ফয়েজ উদ্দিন আহমদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক সোনা প্রমুখ।
[৪] জাকির আহমদ কালা, আব্দুর রহমান, বড়লেখা পৌরসভার মেয়র কামরান চৌধুরী, জুড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন লেমন, বদরুল ইসলাম, চা শ্রমিক ইউনিয়ন জুড়ী ভ্যালির প্রেসিডেন্ট কমল বোনার্জী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, মৌলভীবাজার জেলা যুব লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন. সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী মাখন, গোয়ালবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজকুমার বারই, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রীকান্ত দাস, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দ্বারা, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর।